WBCHSE HS Bengali Suggestion 2020 - Download PDF । West Bengal Higher Secondary Suggestion 2020 । HS Bengali Suggestion With Sure Common
HS Bengali Suggestion 2020- WBCHSE । West Bengal Higher Secondary Examination। উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন- ২০২০
HS Bengali suggestion 2020. West Bengal Higher Secondary Examination- HS Bengali suggestion 2020 prepare following the WBCHSE syllabus. This high-quality HS Bengali suggestion 2020 helps students to make a good result. All the West Bengal Higher Secondary students can download the entire suggestion in PDF version. Download HS Bengali suggestion 2020 in PDF from the related link below.HS Bengali Suggestion 2020 । উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন ২০২০
‘মাইনে
দুজনের সমান’-
এখানে দুজন কারা? তাদের সম্পর্কে কি জানা যায় সংক্ষেপে লেখ। ১+৪
‘এমন
দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমোন বোধকরি’-
কোন দূর্যোগের কথা বলা হয়েছে? দুর্যোগের ফল কি হয়েছিল ?
উদ্ধৃতিটির তাৎপর্য কি ?
১+২+২
‘হঠাৎ
বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল’- কার লেখা, কোন রচনার অংশ? কোন দৃশ্যের কথা বলা হয়েছে? ১+৪
‘আমি
কি তা দেখতে পাচ্ছিস নে’- এই উক্তির আলোকে ‘ভারতবর্ষ’ গল্পটির মূল বক্তব্য নিজের ভাষায় লেখ।
শেষ রোদের আলোয় সে দূরের
দিকে ক্রমশ আবছা হয়ে গেল। - কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? ১+৪
কবিতা । West Bengal HS Bengali Suggestion 2020
‘সে
কখনো করে না বঞ্চনা।‘- কে কখনও বঞ্চনা করেনা? কবি কিভাবে এই ভাবনায় উপনীত হয়েছেন? শিকার কবিতার মর্মবস্তু উদঘাটন করো।
‘আমার
ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল/ নামুক মহূয়ার গন্ধ।‘-
আমার বলতে কার কথা বলা হয়েছে? এমন কামনার কারণ কি?
‘আরোগ্যের
জন্য ওই সবুজের ভীষণ দরকার’- আরোগ্যের সঙ্গে সবুজের সম্পর্ক উক্ত কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও।
শহরের আসুখ হাঁ করে
কেবল সবুজ খায়।- শহরের অসুখ বলতে কবি কী বুঝিয়েছেন এবং তা কেমন করে সবুজ খায় সেটি লেখ।
নাটক
‘নানা রঙের দিন’
নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো।
‘আর একবার এক
মারাঠি তামাশায় দেখেছিলাম।- মারাঠি তামাশা কি তা উল্লেখ করে এই তামাশার নাট্যকার কী
দেখেছিলেন তা লেখ।
‘এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবেনা-
হাসিও আবে না।‘- জীবনকে উপলব্ধি করতে বক্তা কী করেছিলেন? শেষ পর্যন্ত জীবনের কোন
অভিজ্ঞতা তার হয়েছিল সংক্ষেপে লেখ।
‘আরে সবসময় কি
aesthetic দিক দেকলেই চলে? Box Office বলেও তো
একটা কথা আছে?’- বিভাব নাটক অবলম্বনে বক্তার এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো।
আন্তর্জাতিক কবিতা
অথবা ভারতীয় গল্প
‘গল্পটা বারকয়েক গুরুদবারাতেও
শুনেছি।‘- কে শুনেছেন? কোন
গল্পটা? গল্পটি সংক্ষেপে লেখ।
‘পাঞ্জাসাহেব পৌঁছে
এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি।‘- কোন জায়গাটি বর্তমানে
পাঞ্জা সাহেব? কারা পাঞ্জাসাহেব গিয়েছিলেন? আশ্চর্য ঘটনাটি সংক্ষেপে লেখ।
‘চোখের জলটা তাদের
জন্য।‘- কাদের জন্য, কে চোখের জল উৎসর্গ করেছিলেন? ঘটনাটি
সংক্ষেপে লেখ। ‘পড়তে জানে
এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় কে, কাকে, কেন প্রশ্ন করেছে, আলোচনা করো।
‘কে আবার গড়ে তুলল
এতবার?’- কাকে, কে গড়ে তুলেছিল? যাকে
গড়ে তুলেছিল তার বিশেষত্ব সম্পর্কে কি জানো লেখ।
‘সাত বছরের যুদ্ধ
ছিল দ্বিতীয় ফেড্রারিক।‘- দ্বিতীয় ফেড্রারিকের ঐতিহাসিক পরিচয় দাও এবং যুদ্ধের
কারণ আলোচনা করো।
পূর্ণাঙ্গ সহায়ক
গ্রন্থ
গারো পাহাড়ের নিচে
যারা বাস করে তাদের বৈচিত্র ও জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয় দাও
‘গারো পাহাড়ের
নীচে’ অধ্যায় অবলম্বনে চাষিবাসী হাজংরা জমিদারের
দ্বারা কিভাবে শোষিত ও অত্যাচারিত হত আলোচনা করো।
‘কিন্তু আজও সেই
দটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে।‘- লেখকের এইরকম মন্তব্যের কারন
কি?
‘হঠাৎ একদিন ক্ষেপে
উঠলো কলের কলকাতা।‘- কলকাতার ক্ষেপে
ওঠা বলতে কী বোঝানো হয়েছে? কলকাতার ক্ষেপে ওঠার ফল কি হয়েছিল?
ভাষা
উদাহরণসহ ধ্বনিমূল
ও সহধ্বনির সম্পর্ক আলোচনা করো।
‘মুন্ডমাল শব্দ’
কাকে বলে? উদাহরণ সহযোগে আলোচনা করো। ২+৩
গঠনগত দিক থেকে
বাক্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? প্রত্যেকটির সম্বন্ধে সংজ্ঞাসহ উদাহরণ
দিয়ে আলোচনা করো। ২+৩
শব্দার্থ
পরিবর্তনের দুটি কারণ উল্লেখ করো। শব্দার্থ পরিবর্তনের ধারা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ১+৪
বাক্য বিশ্লেষণের ক্ষেত্রে
পদ্গুচ্ছের সংগঠন ও তার সূত্র গুলি ব্যাখ্যা করো।
শিল্প সাহিত্য
সংস্কৃতির ইতিহাস
বাংলা গানের ধারায়
দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
বাংলা সংগীতের
ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো।
বাংলা গানের ধারায়
মান্নাদে-র অবদান আলোচনা করো।
বাংলা সিনেমায়
সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
‘পট’ শব্দটির অর্থ
কি? এই শিল্পটি সম্পর্কে আলোচনা করো।
বাংলা চিত্রকলার
ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুর ও যামিনী রায়ের অবদান সম্পর্কে যা জানো লেখ।
বাংলা বিজ্ঞান
চর্চার ইতিহাসে সত্যেন্দ্রনাথ বসুর অবদান আলোচনা করো।
বাঙালির ফুটবলের
সংক্ষিপ্ত পরিচয় দাও।
ক্রিকেটে সৌরভ
গাঙ্গুলীর অবদান আলোচনা কর।
সাঁতারে বাঙালির
কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করো।
No comments