" Iswar Chandra Vidyasagar- Biography- Facts - Life History- A Great Reformer- Vidyasagar in Bengali । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার - AVM WORLD

Iswar Chandra Vidyasagar- Biography- Facts - Life History- A Great Reformer- Vidyasagar in Bengali । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার



Iswar Chandra Vidyasagar- A great reformer


Iswar Chandra Vidyasagar was a great reformer. Iswar Chandra Vidyasagar was a great Bengali Philosopher, writer, educator and reformer. Here we discuss the biography of Iswar Chandra Vidyasagar- his work, social reforms, books and feelings about backward people. Iswar Chandra Vidyasagar is as known as ‘Dayar Sagar’.

প্রবন্ধ সূত্র- সূচনা -জন্ম বংশপরিচয় -বাল্যকাল বিদ্যাশিক্ষা কর্মজীবন- বিধবা বিবাহ প্রবর্তন বাল্যবিবাহ নিবারণ- শিক্ষা বিস্তার দয়ার সাগর ও তার মাতৃভক্তি- সাহিত্যকীর্তি -উপসংহার

iswar chandra vidyasagar


সূচনা- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালি সমাজের কাছে একটি প্রাতঃস্মরণীয় নাম। শাস্ত্রীয় প্রাচীরের অচলায়তন এর মধ্যে যখন সমগ্র সমাজের নাভিশ্বাস উঠেছিল আমাদের এই সমাজের বুকে স্তুপীকৃত হয়েছিল কত কালের অর্থহীন সব জঞ্জাল, তখন তাকে দূর করবার জন্য যিনি দুর্বার পদক্ষেপে এগিয়ে এসেছিলেন তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

জন্ম বংশ পরিচয়- জন্ম- ১৮২০ খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। পিতা- ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। মাতা-ভগবতী দেবী। দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্ম। দারিদ্র ঈশ্বরচন্দ্রের বলিষ্ঠ  মানসিকতাকে দুর্বল করার পরিবর্তে তাকে করে তুলেছিল দুর্দমনীয় তেজস্বী এবং অনমনীয় জেদি।

বাল্যকাল বিদ্যা শিক্ষা- ঈশ্বরচন্দ্র অতি শৈশবেই গ্রামের চতুসপাটিতে শিক্ষা সমাপ্ত করে দরিদ্র পিতার হাত ধরে পাড়ি দিলেন শহর কলকাতায়। এখানে অসাধারণ প্রতিভা বলে তিনি দারিদ্র্যের চক্রান্তকে পরাজিত করে প্রবেশ করলেন সংস্কৃত কলেজে। অসামান্য প্রতিভা বলে বিভিন্ন শাস্ত্রে কৃতিত্ব প্রদর্শন করে তিনি হয়ে উঠলেন ‘বিদ্যাসাগর’। স্বচেষ্টায় ইংরেজি শিক্ষাও হয় অধিগত। এইভাবে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তার জীবনের প্রস্তুতি পর্ব সমাপ্ত হয়।

কর্মজীবন- বিদ্যা শিক্ষা সমাপ্ত করে তিনি অধ্যাপকরূপে ফোর্ট উইলিয়াম কলেজে যোগদান করেন। পরে তিনি প্রথমে সংস্কৃত কলেজের সহকারী সম্পাদক এবং তারপর অধ্যক্ষের পদ আসীন হন। সেই সঙ্গে স্কুল পরিদর্শকের কার্যভার গ্রহণ করতে হয় তাকে। কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে মতভেদ হওয়াও তিনি সরকারি কর্ম ত্যাগ করে প্রবেশ করলেন বৃহত্তর কর্মক্ষেত্রে। মেট্রোপলিটন কলেজে তারই প্রথম ফলশ্রুতি।

বিধবা বিবাহ প্রবর্তন বাল্যবিবাহ নিবারণ- বিধবা বিবাহ প্রবর্তন তার জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি! রামমোহন ভারতে সতীদাহ প্রথার উচ্ছেদ এনেছিলেন। কিন্তু বহুবিবাহ ও কৌলিন্য প্রথার অনুগ্রহে ঘরে ঘরে ওঠে যে বৈধব্যের কাতর ক্রন্দন বিদ্যাসাগর তা দূর করবার জন্য বিধবা বিবাহ প্রবর্তনে হলেন কৃত সংকল্প। সুরধনী যখন মর্তে অবতরণ করে তখন কার সাধ্য যে সেই প্রবাহ রোধ করেন ? দুর্বার পদক্ষেপে এগিয়ে চললেন একক পথিক। ১৮৫৬ খ্রিস্টাব্দে বিধবা বিবাহ বিধিবদ্ধ হয়। বাল্য বিবাহ নিবারণও তার অন্যতম কীর্তি।

শিক্ষা বিস্তার- সমাজের যত দুঃখ, যত ব্যভিচার- শিক্ষার অভাবই তার মূল উৎস। এই কুসংস্কারাচ্ছন্ন জরাগ্রস্ত সমাজের জাগরণের জন্য চাই প্রগতিধর্মী পাশ্চাত্য শিক্ষা। তাই দেশময় শিক্ষার জালবিস্তার ই ছিল তার সমাজ সংস্কারের প্রাথমিক সোপান। নারীশিক্ষা বিস্তারের জন্যেও ছিল তাঁর সমান উৎসাহ। শিক্ষা ক্ষেত্রে তার প্রগতিশীল দৃষ্টিভঙ্গি এক ব্রাহ্মণ সন্তানের পক্ষে সত্যিই বিস্ময়কর।

দয়ার সাগর তার মাতৃভক্তি- বাংলাদেশ বিদ্যাসাগরের প্রকৃত পরিচয় তাঁর ‘দয়ার সাগর’ নামে। তার সীমাহীন  দয়ার মূলে ছিল জননী ভগবতী দেবীর কাছ থেকে লব্ধ মানবতাবোধ পরদুখঃকাতরতা। তাঁর মাতৃভক্তি তো প্রবাদতুল্য। তার মাতৃভক্তি তাকে পরের দুখঃ মোচনের জন্য সকল বাধাবিঘ্ন বিজয়ের শক্তি দান করে উত্তীর্ণ করে দিয়েছিল মানবতার এক উন্নত আকাশে।

সাহিত্যকীর্তি- বাংলা সাহিত্য বিদ্যাসাগরের প্রতিভার কাছে গভীরভাবে ঋণী। ‘বেতালপঞ্চবিংশতি’ ‘বর্ণপরিচয়’ ‘সীতার বনবাস’ ‘শকুন্তলা’ প্রভৃতি গ্রন্থ শিল্প স্মমত বাংলা গদ্যের প্রথম নিদর্শন। তাঁর ‘বর্ণপরিচয়’ এর ‘জল পড়ে পাতা নড়ে’  তো রবীন্দ্রনাথের শৈশবের মেঘদুত।

চরিত্র সুষমা- বিদ্যাসাগর মহাশয়ের মত দৃঢ় পুরুষকার চরিত্র, এমন বলিষ্ঠ সংগ্রামী চেতনা এদেশে প্রকৃতই দুর্লভ। অথচ বিদ্যাসাগর মহাশয় এর জীবন চরিতের প্রতি পাতাতেই দেখা যায় যে, বিদ্যাসাগর কাঁদিতেছেন। অর্থাৎ তার মধ্যে কঠোরতা কোমলতায় ঘটেছিল এক অপূর্ব যুগল মিলন।

উপসংহার- ১৮৯১ খ্রিস্টাব্দের ২৯ শে জুলাই এই অজেয় পৌরুষ শিক্ষা চির-নির্বাপিত হয়। তার মহান চরিত্রের মধ্যে প্রাচীন ভারতীয় মুনির অতলান্ত প্রজ্ঞা, ইংরেজ জাতির দুর্বার তেজস্বিতা এবং বাঙালি জননীর স্নেহ সকোমল  হৃদয়ের ঘটেছিল অপূর্ব সম্মিলন। এই সংগ্রামী মহাপুরুষের জীবনব্যাপী সংগ্রামের সৈনিক,  সেনানায়ক, পতাকাবাহী ছিলেন তিনি একাই। আদর্শ জীবন চরিত্রের যে বিশাল বনস্পতি তিনি বাংলার মাটিতে রেখে গিয়েছেন তার ছায়া আজ সমগ্র জাতির বিশ্রাম-স্থল।

Download Vidyasagar in PDF

No comments

HS English Suggestion 2023 | উচ্চ মাধ্যমিক ইংরেজি সাজেশন ২০২৩ | Class 12 English suggestion 2023 | Download PDF

HS English Suggestion 2023 | WBCHSE | Class 12 English suggestion 2023 | PDF Download | Full Answer (80 Marks) ✅ DOWNLOAD(ENGLISH-ALL-10 SET...

Powered by Blogger.